ইলেকট্রোনিকস জগতে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নিপ্পন গ্রুপের চেয়ারম্যান ও এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালক ইঞ্জিঃ মোহাব্বত সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হন। ইঞ্জিঃ মোহাব্বত ব্যবসায়ীক কার্যক্রমের পাশাপাশি শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই ও বিসিআই পরিচালক এবং সার্ক-সিসিআই নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ টিভি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, বিটিএমএ’র প্রতিষ্ঠাতা সভাপতি। বাংলাদেশ-জার্মান চেম্বার, ঢাকা চেম্বার ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সদস্য। বিভিন্ন সময়ে ব্যবসায়িক প্রতিনিধি হিসাবে তিনি বিশ্বের ১৫টিরও অধিক দেশ সফর করেন। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি ইঞ্জিঃ মোহাব্বত সামাজিক দায়বদ্ধতায়ও অন্তঃপ্রাণ। তিনি ২০১৪ সালে ‘ইউরোপিয়ান ইউনিয়ন’-এর ঈঝজ অধিৎফ ছাড়াও অন্যান্য সংস্থা কর্তৃক পুরস্কৃত ও সনদপ্রাপ্ত।