এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। এইউবি’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়াম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন দিক ও তা প্রতিকারের সম্ভাব্য বিভিন্ন দিক তুলে ধরে প্রামাণ্য ভিডিও চিত্র ও আলোচনা উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ সামিউল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রীন হাইজ ইফেক্ট, বৈশ্বয়িক উষ্ণতা, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি পরিবেশিক বিপর্যয়ের জন্য মানব সভ্যতাই দায়ী। মানব সৃষ্ট এই বিপর্যয় রোধে তাই মানব সমাজকেই ভূমিকা পালন করতে হবে, গ্রহণ করতে হবে সময়োপযোগী কর্মসূচি। আর এ কর্মসূচির প্রথম ধাপ হিসেবে প্রথমে নিজেকে সচেতন করে তুলতে হবে, সচেতন করতে হবে আমাদের প্রতিবেশীদেরকে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।