সম্প্রতি অনুষ্ঠিত গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় মোঃ আবদুল মুকতাদির ও মোঃ কামরুজ্জামানকে সর্বসম্মতিক্রমে আবারও কোম্পানির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। প্রকৌশলী মোঃ আবদুল মুকতাদির বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে হাইওয়ে ও ট্রাফিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সড়ক ও জনপথ বিভাগে প্রকৌশলী পদে কর্মজীবন শুরু করেন এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেন। মুকতাদির বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিঃ ও কীর্তি হোল্ডিংস লি. এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও বুয়েট অ্যালামনাই-৭৩ এর সভাপতি, এশিয়ান খো খো ফেডারেশনের চেয়ারম্যান (উন্নয়ন) এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট।