চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর সাথে সম্প্রতি বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চুয়েট’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ চুয়েট’র রেজিস্ট্রার (অতিঃদায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম রাষ্ট্রপতিকে চুয়েট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন এবং স্মারক ক্রেস্ট উপহার প্রদান করেন। এছাড়া তিনি চুয়েট’র বিভিন্ন উন্নয়ন-অগ্রগতির চিত্র রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি কয়েকটি প্রশাসনিক ও একাডেমিক সমস্যার সমাধানে মহামান্য রাষ্ট্রপতির সদয় নির্দেশনা কামনা করেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ এ সময় চুয়েট’র সুনাম ধরে রেখে আরো এগিয়ে যেতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে গত ১৪ মার্চ চুয়েট’র ৩য় সমাবর্তনে অংশগ্রহণের স্মৃতিচারণা করেন।