বিশেষ খবর



Upcoming Event

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য (ভিসি) নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই বিশ্ববিদ্যালয়ে দু’জন উপাচার্য নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি করা হয়েছে। এ কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসবে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব খান মোঃ নূরুল আমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ দুটি বৈঠকের কথা সংশ্লিষ্টদের জানানো হয়।
এই চিঠির তথ্য অনুযায়ী, পাঁচ সদস্যের যে সার্চ কমিটি করা হয়েছে তার সভাপতি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসানকে। কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক ডাঃ সানোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওঅ্যান্ডএম), স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও চিকিৎসা শিক্ষা)।
চিঠিতে মন্ত্রণালয়ের মিনি সম্মেলন কক্ষে সার্চ কমিটির বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) ও যুগ্ম সচিবকে (চিকিৎসা শিক্ষা) উপস্থিত থাকতে বলা হয়েছে। একই মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ভিসি নিয়োগ নিয়ে সার্চ কমিটির সঙ্গে বৈঠকের কথা রয়েছে চিঠিতে।
সংশ্লিষ্টরা জানান, প্রায় তিন মাস আগে স্বাস্থ্য অধিদপ্তর হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দুই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগের জন্য সম্ভাব্য কয়েকজনের নামের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। ওই তালিকা থেকে সরাসরি নিয়োগ না দিয়ে উপাচার্য নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি করা হয়। জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির কাছে এ-সংক্রান্ত নথি পাঠানো হবে। রাষ্ট্রপতি নিয়োগ দেবেন চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন দুই উপাচার্য। আর উপাচার্য নিয়োগের পর শুরু হবে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নকাজ। সেই সঙ্গে অন্যান্য লোকবল নিয়োগও শুরু হবে।
জানা যায়, চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতি অনুমোদন দেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় হবে, স্থান এখনো চূড়ান্ত হয়নি। সর্বশেষ গত ৭ অক্টোবর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সীতাকু-ের ফৌজদারহাট এলাকা পরিদর্শন করেন। ফৌজদারহাট বক্ষব্যাধি ও ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার এলাকায় এই বিশ্ববিদ্যালয় হবে, সেটা অনেকটা নিশ্চিত বলে জানা গেছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img