বিশেষ খবর



Upcoming Event

পবিপ্রবিতে শিক্ষক সমিতির নির্বাচন

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০১৬-১৭ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় সবকটি পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ নির্বাচন উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের মাঝে ব্যাপক আমেজ লক্ষ্য করা গেছে। শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন প্রফেসর জেহাদ পারভেজ। ভোট গণনার পরে প্রিজাইডিং অফিসার ড. মোঃ মাসুদুর রহমান আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। শিক্ষক সমিতির অন্যান্য পদে বিজয়ী হয়েছেন সহসভাপতি প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, কোষাধ্যক্ষ ড. গোপাল সাহা, যুগ্ম-সম্পাদক এবিএম মাহবুব মোর্শেদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রোমান আকন, দপ্তর সম্পাদক নাসরিন সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিল্টন তালুকদার, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক সুজন কান্তি মালি, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম ফরহাদ এবং সদস্য পদে প্রফেসর বদিউজ্জামান, মোঃ রুবেল মাহমুদ, মোঃ শাহীন হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম ও ড. মোঃ ফকরুজ্জামান।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img