অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে দিদার মোঃ আবদুর রবকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি তিনি ওই পদে যোগদান করেন। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডে আড়াই বছর যাবৎ উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। এ সময়ে প্রায় তিন মাস একই ব্যাংকের সিইও অ্যান্ড এমডি’র অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
দিদার মোঃ আবদুর রব নোয়াখালী জেলার সুধারাম থানার হুগলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৮২ সালে অনুষ্ঠিত বিআরসি পরীক্ষায় মেধা কোটায় ১৬তম স্থান অর্জন করে ১৯৮৩ সাল থেকে সিনিয়র অফিসার হিসেবে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। ১৯৮৫ সালে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় সম্মিলিত ফলাফলে ১ম স্থান অধিকার করে বিসিসিআই স্বর্ণপদক ও বাংলাদেশ ব্যাংক রৌপ্যপদক প্রাপ্ত হন। দীর্ঘ ৩৩ বছরের চাকরিজীবনে তিনি শাখাপ্রধান, প্রিন্সিপাল অফিস প্রধান, জেনারেল ম্যানেজার্স অফিস প্রধান, ব্যাংকের স্টাফ কলেজ ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক এবং ঢাকাস্থ লোকাল অফিসসহ মাঠ পর্যায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ সময়ে কাজের স্বীকৃতি স্বরূপ একাধিকবার ব্যাংক কর্তৃক পুরস্কৃত ও প্রশংসিত হন। তিনি ব্যাংকিং কর্মকা-ের উপর দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তাছাড়া, ওহফড়-ইধহমষধ ঔড়রহঃ ইঁংরহবংং ঈড়ঁহপরষ (ওইঔইঈ) এর আওতায় ইধহশরহম ঝঁন এৎড়ঁঢ় (ইঝএ) এর ১২ ও ১৩তম সভায় বাংলাদেশ টিমের গ্রুপ লিডার হিসেবে দুই বছর দায়িত্ব পালন করছেন।