বিশেষ খবর



Upcoming Event

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম এগিয়ে নিতে হবে -চুয়েট ভিসি

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। নিত্য-নতুন উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বিশ্ব। প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম এগিয়ে নিতে হবে। বিশেষ করে, আধুনিক মেশিনিং ও গাড়ি নির্মাণ প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি এসেছে।
সম্প্রতি চুয়েট’র যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে ‘মডার্ণ মেশিনিং এন্ড কার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি’ শীর্ষক তিনদিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আওতায় এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রকল্পের সিপি-৩২১০ এর সাব প্রজেক্ট ম্যানেজার ও চুয়েট’র যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বণিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img