সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক অষ্টম আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে এই অলিম্পিয়াডের উদ্বোধন করে বলেন, গণিত একটি ধ্রুব বিষয়। এটি বিজ্ঞানে মৌলিক বিষয়ের অন্যতম। জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিত সম্পৃক্ত। ইতিহাস নতুন তথ্য উপাদান বা প্রমাণভিত্তিতে গ্রহণ-বর্জন হয় কিন্ত গণিত সত্য ও স্বচ্ছ বিষয়। এটি সবকিছুর গোড়া। এখান থেকেই বিজ্ঞানের নানা শাখা-প্রশাখা ছড়িয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ ও উৎকর্ষ লাভ করছে।
তিনি আরো বলেন, আজ স্কুল কলেজ এমনকি বিশ্বদ্যিালয়েও গণিত শিক্ষার প্রতি আগ্রহ কমছে। এটি শুভকর নয়। তরুণ সমাজকে গণিতের প্রতি আকৃষ্ট করতে হবে। তাদেরকে বিজ্ঞানমনস্ক করে তুলতে পারলে তারা যুক্তিবাদী ও সৃজনশীল হবে। ফলে তারা বিপথগামী হবে না।