বিশেষ খবর



Upcoming Event

এশিয়ান ইউনিভার্সিটির ২১তম বর্ষপূর্তি

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্প্রতি এর ২১ তম বর্ষপূর্তি উদযাপন করে। এদিনে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অতিথিবৃন্দ, অভিভাবকমন্ডলী, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহম্মদ সাদেক আগত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেছিল, এটি বহু শিক্ষার্থীর পদচারণায় মুখরিত দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ সেক্টরে সুনাম এবং দক্ষতার সাথে আমাদের শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন।
১৯৯৬ সালের এই দিনটিতেই ঢাকার উসমানি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তৎকালীন পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক এর উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। দুই দশকের দীর্ঘ পথ পরিক্রমায় এশিয়ান ইউনিভার্সিটি এক মহিরুহের নাম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, ফ্যামিলি ডে, শীতার্ত জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ, চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, বিচিত্রানুষ্ঠান ইত্যাদি।
এ বছর এশিয়ান ইউনিভার্সিটি ‘এ জার্নি টুয়ার্ডস রিসার্চ ইউনিভার্সিটি’ বর্ষ ঘোষণা করে এবং শিক্ষকমন্ডলী গবেষণা কর্মে বিশেষ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img