শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। যারা আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষকে ব্যবসায়িক মনোভাব ও প্রতারণা পরিহার করতে হবে।
সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চতুর্থ সমাবর্তনে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণা বৃদ্ধি এবং বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচন করেছে। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আমাদের বৃত্তিমুখী শিক্ষার ক্ষেত্র প্রসারিত করা উচিত। জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য জিজ্ঞাসা জরুরি।