বিশেষ খবর



Upcoming Event

ঢাবিতে কনসার্ট ফর নেপাল

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

দফায় দফায় ভূমিকম্পে বিপর্যস্ত নেপালের কাঠমান্ডু। দেখা দিয়েছে অনেকটা মানবিক বিপর্যয়। এ অবস্থায় নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা। পিছিয়ে নেই প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সহানভূতির হাত বাড়িয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগ আয়োজন করে দুইদিনব্যাপী কনসার্টের। টিএসসি’র সামনে খোলা মাঠে আয়োজন করা হয় দু’দিনব্যাপী ‘কনসার্ট ফর নেপাল’।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই মরমী গানের শিরোনামটিকে সামনে রেখে আর্তমানবতার সেবায় দুইদিনব্যপী চলে এ কনসার্ট।
কনসার্ট ফর নেপালের আয়োজক সূত্রে জানা গেছে, নেপালের মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তহবিল সংগ্রহ করতে ওই কনসার্টের আয়োজন করা হয়েছে। সংগৃহিত অর্থ বাংলাদেশে নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সেদেশে অর্থ অথবা ত্রাণ আকারে পাঠানো হবে।
জানা গেছে, কনসার্টটি মূলত সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরাই আয়োজন করছে। তবে এখানে দেশের নবীন প্রবীণ শিল্পীরা সংহতি প্রকাশ করে অংশ নিতে চাইলে সাদরে গ্রহণ করা হবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img