বিশেষ খবর



Upcoming Event

খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর ড. সাত্তার মন্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এমিরিটাস প্রফেসর নিযুক্ত

ক্যাম্পাস ডেস্ক সংবাদ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিঅর্থনীতিবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড.এম.এ.সাত্তার মন্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসর হিসেবে আগামী ৫ বছরের জন্য নিয়োগ লাভ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের কৃষি অর্থনীতি বিভাগে যোগদান করেছেন।
প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি গ্রাজুয়েট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২১তম ভাইস-চ্যান্সেলর ছিলেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের প্রবীণতম প্রফেসর হিসেবে কৃষি অর্থনীতি বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ড. সাত্তার মন্ডল কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সিন্ডিকেট সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেন। ড. সাত্তার মন্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন (১৯৭২-১৯৭৪)। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে ১৯৭৯ সনে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল স্টাডি করেন (১৯৮৭-৮৮)। তিনি দেশি বিদেশি সাহায্যপুষ্ট উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রকল্পের প্রধান হিসেবে কাজ করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও পলিসি ফোরামে অংশগ্রহণ করেন।
কৃষি ও গ্রামীণ উন্নয়নের ওপর জাতীয় ও আন্তর্জাতিক জার্ণালে ড. সাত্তার মন্ডলের কয়েক শত গবেষণামূলক প্রবন্ধ, বই ও সেমিনার পেপার এবং জনপ্রিয় নিবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জার্ণাল অভ এগ্রিকালচারাল ইকোনোমিক্স এর সম্পাদক ছাড়াও ইন্টারন্যাশনাল জার্ণাল অভ ইরিগেশন অ্যান্ড ড্রেনেজ-সিস্টেমের সদস্য ছিলেন তিনি সুদীর্ঘ সময়।
প্রফেসর মন্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতির পদ অলংকৃত করা ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন পেশাগত সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে দেশে ও বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি সমুজ্জ্বলকল্পে তাৎপর্যপূর্ণ অবদান রেখে আসছেন।
প্রফেসর মন্ডল বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যার জনক।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img