বিশেষ খবর



Upcoming Event

জাবিতে প্রথম জাতীয় তথ্য প্রযুক্তি উৎসব

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জাতীয় তথ্য প্রযুক্তি উৎসব ২০১৫ শুরু হয়েছে। ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে ইনফরমেশন টেকনোলজি (আইটি) সোসাইটির উদ্যোগে গুগল বাস প্রদর্শন, গেমিং, প্রোগ্রামিং বিষয়ক ইভেন্টের মধ্যে দিয়ে এ উৎসব শুরু হয়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের মূল পর্ব  শনিবার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
‘আইসিটি ফর এনভায়রনমেন্ট’ এ সোল্গানে উৎসবের প্রথম দিন আউটসোর্সিং, সাইবার ক্রাইম, গেম ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া গুগল বাস ছিল প্রশিক্ষণার্থীদের আগ্রহের কেন্দ্রমূলে। বাসটিতে থ্রিজি ইন্টারনেট সংযোগ সংবলিত মনিটর ও সাউন্ড সিস্টেম রয়েছে। অডিও-ভিডিও’র মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ইন্টারনেট ব্যবহারে দক্ষতা অর্জন, প্রকল্প তৈরি ও ব্যবসা পরিচালনা করার কৌশল রপ্ত করানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়।
এছাড়া গুগলের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দেয়া হয় এ বাসে। যেমন: গুগল সার্চ, ক্রোম, ডক্স, ম্যাপস, ইউটিউব, গুগল প্লাস ইত্যাদি। প্রযুক্তি উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে আইটি প্রজেক্ট প্রদর্শনী (মোবাইল অ্যাপস ও ওয়েব অ্যাপস), আইটি কুইজ এবং গেমিং প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, প্রযুক্তিবিষয়ক নাটিকা এবং কনসার্ট। দেশের প্রায় ১০টি কলেজ ও ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করছে।
বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজির পরিচালক ফজলুল করিম পাটোয়ারী বলেন, শিক্ষার্থীদের আইটি মনস্ক করতে এ যাত্রা এখান থেকে শুরু হয়েছে। ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এ ধরনের আয়োজনের সঙ্গে সংশিষ্ট করা হবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img