বিশেষ খবর



Upcoming Event

রাবিতে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নবীনবরণ

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে উপাচার্য নবাগত শিক্ষার্থীদের পক্ষে সমাজকর্ম বিভাগের ছাত্রী সুবহা সায়মা ইফতি ও এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোঃ আব্দুল্লাহ আল মাহমুদকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন। তারা সেখানে শুভেচ্ছা বক্তব্যও রাখেন। অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টা প্রফেসর মোঃ ছাদেকুল আরেফিন স্বাগত বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, প্রক্টর প্রফেসর মোঃ তারিকুল হাসান, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর মোঃ হারুন-অর-রশীদ, রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ প্রফেসর সাবরিনা নাজ, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নিলুফার সুলতানা, রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহাও বক্তব্য রাখেন।
নবাগত শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে উপাচার্যসহ অন্যান্য বক্তাগণ বলেন - রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ। যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্র ও সরকারের অন্যতম পদসহ নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ফলে অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে এক বিশেষ ইতিবাচক ধারণা গড়ে উঠেছে। ইচ্ছা থাকলেও সকলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না। নবাগত শিক্ষার্থীরা আগামীতেও লেখাপড়া ও গবেষণার মাধ্যমে তাদের মেধার স্বাক্ষর অম্লান রাখবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img