সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে সামার সেমিস্টার ২০১৭-এর বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ২১ মে ২০১৭ তারিখে বনানীস্থ মূল ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপদেষ্টা মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালালউদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম. এ. কালাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অবঃ)। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, করণীয় এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. মেহে জেবুন্নেসা রহমান শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সম্মানিত সদস্য এম কামালউদ্দিন চৌধুরী, অধ্যাপক এমিরিটাস ড. এম. শমশের আলী এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী।