বিশেষ খবর



Upcoming Event

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

সপ্তাহব্যাপী (১৪-২১ মে, ২০১৭) নানান আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একাডেমিক উৎসব ‘ফার্মা কার্নিভাল’ ২০১৭ উদযাপিত হয়েছে। রাজধানীর আফতাব নগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠেয় এই উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল ফার্মা অলিম্পিয়াড, উপস্থাপনা, ব্যাড-মিন্টন প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ‘ফার্মা কানিভাল ২০১৭’ উৎসবের শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি ও বেক্সিমকো ফার্মসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img