সম্প্রতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ (৮ম ব্যাচ) এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনে বিজনেস স্টাডিজ অনুষদের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সফিউল আলম, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর ড. মোঃ খালেদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষায় মোট ২২৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন।
ভর্তি পরীক্ষার ফলাফল ও যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওয়েব সাইট িি.িযংঃঁ.ধপ.নফ থেকে জানা যাবে।