ইসলামী ব্যাংক বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মোঃ মাহবুব উল আলম। তিনি ব্যাংকের করপোরেট ইনভেস্টমেন্ট উইং ও বিনিয়োগ (ক্রেডিট) কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ডিএমডি হিসেবে ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং, অপারেশন্স ও রিটেইল ইনভেস্টমেন্ট উইংয়ে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিগত ৩৩ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।