লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেটের ৫২তম একাডেমিক কাউন্সিল সভা সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বোর্ড রুমে অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হান্নান, সিন্ডিকেট মনোনীত সদস্য সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ.এন.এম মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস. এম. আলী আক্কাস, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী আবদুলল্লাহ হেল বাকী, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আবুল কালাম চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জহুরুল আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) রুম্পা শারমীন, সি.এস.সি. বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ আসাদুজ্জামান খান, আর্কিটেক্চার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ শওকত জাহান চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আবুল আবরার মাশরুর আহমেদ, আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ আব্দুল মোসাব্বির চৌধুরী রনি, পাবলিক হেল্থ বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) কেএমএ শফিক, ইইই বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) মৃণাল কান্তি ধর, আইকিউএসি এর পরিচালক মোঃ রেজাউল করিম এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ইনচার্জ) ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমান।