বিশেষ খবর



Upcoming Event

রাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিনস্ কমপ্লেক্স সম্মেলন কক্ষে টিআইবি-গোল্ড বাংলাদেশ ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্যের অধিকার, তথ্যই শক্তি; সুশাসনের হাতিয়ার, দুর্নীতি থেকে মুক্তি’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। গ্রুপ অব লিবারেল ডিবেটারস্ বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। গোল্ড বাংলাদেশ এর সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন টিআইবি’র পরিচালক ড. রিজওয়ান-উল-আলম। এছাড়া শুভেচ্ছা বক্তৃব্য প্রদান করেন রাজশাহী মহানগর সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মোঃ আবদুস সালাম ও গোল্ড বাংলাদেশ এর মডারেটর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ মামুন আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছাত্র-উপাদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, প্রক্টর প্রফেসর মোঃ লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন বিতার্কিক অংশ নিচ্ছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img