সাড়ে আট বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের দায়িত্ব পালন করে অবশেষে নিজ বিভাগে যোগদান করেছেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এখন থেকে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন।
সম্প্রতি কলা ভবনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। এরপর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সনের কক্ষে যোগদানপত্রে সই করেন তিনি। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমানের নেতৃত্বে এ সময় তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, অধ্যাপক ড. নাদির জুনাইদ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, শাওন্তী হায়দার, ড. আবদুর রাজ্জাক খান, শবনম আযীম।