বিশেষ খবর



Upcoming Event

বিএসএমএমইউ’র নীতি অনুসরণ করবে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় -স্বাস্থ্যমন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক মেডিকেল কলেজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নীতি অনুসরণ করে নবপ্রতিষ্ঠিত চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে। সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রক্রিয়া সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। এই দুই বিশ্ববিদ্যালয়ের বাজেট দ্রুত অনুমোদনের জন্য শীঘ্রই শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সাত বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহীতে জমি বরাদ্দ করে বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে উপাচার্য নিয়োগও হয়ে গেছে। তিনি বলেন, প্রয়োজনীয় জনবল পেলে তাদের পক্ষে প্রশাসনিক কাজ শুরু করা সম্ভব হবে। এ জন্য দ্রুত অর্থছাড় করানোর উদ্যোগ নেয়া হচ্ছে। সরকার ইতোমধ্যে সিলেটেও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। চিকিৎসা শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img