বিশেষ খবর



Upcoming Event

বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানের গবেষণা চালান -রাষ্ট্রপতি

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মান অনুসরণ করে গবেষণা চালানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি দু’টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠককালে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মান অনুসরণ করে গবেষণা চালানোর আহ্বান জানান। ইসলামিক ইউনিভার্সিটির (আইইউ) ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. হারুন-উর-রশিদ আসকারী ও শাহজালাল বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে দু’টি প্রতিনিধিদল সম্প্রতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে।
প্রেসসচিব বলেন, প্রেসিডেন্ট আবদুল হামিদ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পসহ বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক কর্মকা-ের প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার সর্বোচ্চ অঙ্গন উল্লেখ করে প্রেসিডেন্ট ভিসিদের দেশ ও দেশের মানুষের কল্যাণে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img