শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের সন্তানদের বিশ্বমানের যোগ্য করে গড়ে তুলতে চেষ্টা করছি। এজন্য সৃজনশীল পদ্ধতি প্রয়োজন। তাছাড়া বিশ্ব প্রতিযোগিতায় আমাদের সন্তানরা টিকতে পারবে না। তিনি আরও বলেন, কারিগরি খাতে বাইরের ১৯ হাজার চাকরিজীবী বাংলাদেশে চাকরি করে মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আমাদের ছেলে-মেয়েরাও যেন যোগ্য হয়ে সেসব পোস্টে চাকরি করতে পারে। আমাদের সামনে লক্ষ্য এখন একটাই, সেটা হলো শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।