বিশেষ খবর



Upcoming Event

চুয়েটে আর্ন্তজাতিক কনফারেন্স

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মত ‘ফিজিক্স ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি (আইসিপিএসডিটি)’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনফারেন্সে পদার্থ বিজ্ঞানের বিষয়ের পাশাপাশি প্রযুক্তি সর্ম্পকিত তথা বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। কনফারেন্সে বাংলাদেশ, সুইডেন, ভারত, জাপান, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে আগত বিপুল সংখ্যক গবেষক-বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। আগামী ১০ ও ১১ ডিসেম্বর, দুইদিন ব্যাপী চট্টগ্রাম নগরীর মোটেল সৈকতে উক্ত আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে কী-নোট স্পীকার হিসেবে প্রথমদিন মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে থাকবেন- সুইডেনের উপশালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার নরদব্লাদ , জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাতোশি ওয়াতাউছি এবং একই বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাসানোরি নাগাও আমন্ত্রিত বক্তা হিসেবে থাকবেন। কনফারেন্সের দ্বিতীয়দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- কলকাতার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টেকনোলজি’র ইমিরেটাস প্রফেসর অধ্যাপক ড. মৃণাল কে. ঘোষ, সৌদি আরবের কিং আবদুল্লাহ ইনস্টিটিউট অব ন্যানোটেকনোলজি এর গবেষক ড. খালিদ মুজাসাম বাট্টু । আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. সালেহ হাসান নাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। নোবিপ্রবিতে বিএড (স্নাতক) কোর্সের কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিজ্ঞান অনুষদের অধীন ব্যাচেলর অব এডুকেশন (স্নাতক) নামে নতুন বিভাগ চালু করা হয়েছে। ইতোমধ্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এ অনুষদে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে। বর্তমান শিক্ষা বিভাগসহ উক্ত অনুষদে পরবর্তীতে আরো একাধিক বিভাগ চালু এবং এর শিক্ষাক্রম নির্ধারণের জন্য নোবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। নোবিপ্রবি শিক্ষা বিভাগ উপাচার্য দপ্তরে ‘বিএড (অনার্স) কোর্সের কারিকুলাম প্রণয়ন বিষয়ক উক্ত কর্মশালার আয়োজন করে।
উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিজ্ঞান অনুষদ খোলা হয়েছে। কর্মশালায় শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের অধ্যাপক মো. নাজমুল হক।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img