মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি এসিসটেন্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি) কে দশ (১০) জন আবাসিক অন্ধ শিশুর এক বছরের শিক্ষা খরচ বাবদ চার লক্ষ টাকার চেক প্রদান করেছে।
এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ এন্টি মাণি লন্ডারিং কম্পøাইন্স অফিসার (ক্যামেলকো), মোঃ হাসেম চৌধুরী, এমটিবি সেন্টার, গুলশানে এবিসি’র প্রেসিডেন্ট, প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন-এর হাতে চেকটি হস্তান্তর করেন। অন্যান্যের মধ্যে এবিসি’র জেনারেল সেক্রেটারি, কে এম জয়নুল আবেদিন, ট্রেজারার মুনিরা খান, কনভেনর ফান্ড রেইজিং এন্ড ইসি মেম্বার, আফতাব উল ইসলামী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।