কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বৃত্তি প্রকল্পের আওতায় রাজশাহী অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করল এক্সিম ব্যাংক।
১৮ এপ্রিল বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সব শিক্ষার্থীর হাতে ২০১৫ সালের বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এমপি এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হকসহ এক্সিম ব্যাংক প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।
উল্লেখ্য, এক্সিম ব্যাংক ২০০৬ সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কলেজ, স্কুল ও মাদ্রাসায় বৃত্তি প্রদান করে আসছে।