ইন্টারনেটের যুগে প্রাতিষ্ঠানিক চাকরির বাইরে অনেকে ফ্রিল্যান্সিং করে থাকেন। এর সবচেয়ে ভালো দিক হলো, দক্ষতা থাকলে যে কেউ খুব ভালো আয় করতে পারেন। এছাড়া রয়েছে নিজের পছন্দের কাজ করার সুবিধা। এবারের লেখায় জেনে নিন ডিজাইনে ফ্রিল্যান্সিং করার প্রাথমিক কিছু তথ্য। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ও ক্যাড নিয়ে আপনি যদি কাজ করতে চান, তাহলে এ লেখা থেকে উপকৃত হবেন।
গ্রাফিক ডিজাইন
প্রচার ও প্রসারের এ যুগে ভিজুয়াল কন্টেন্টের চাহিদা অনেক। ফ্রিল্যান্সিংয়ে তাই গ্রাফিক ডিজাইনের কাজের সুযোগ অনেক বেশি।
কোথায় গ্রাফিক ডিজাইন প্রয়োজন হয়?
ভিজিটিং কার্ড থেকে শুরু করে বিজ্ঞাপনের বড় ব্যানার – সব জায়গায় গ্রাফিক ডিজাইনের কাজ হয়।
গ্রাফিক ডিজাইনে কেমন কাজ করতে হবে আপনাকে?
• ক্লায়েন্টের জন্য ডিজাইনের প্রাথমিক লেআউট তৈরি করা;
• গ্রাফিক্স, অ্যানিমেশন কিংবা ডিজিটাল ফটোগ্রাফি ডিজাইন করা;
• প্রজেক্ট বা প্রতিষ্ঠানের সাথে ডিজাইনের সামঞ্জস্য বজায় রাখা।
গ্রাফিক ডিজাইনের কাজ কোথায় পাবেন?
গ্রাফিক্স ডিজাইনে ফ্রিল্যান্সিংয়ের জন্য রয়েছে বেশ কয়েকটি সাইট। যেমনঃ
• নাইন্টি নাইন ডিজাইনস (99designs)
• আপওয়ার্ক (Upwork);
• ফাইভার (Fiverr)
গ্রাফিকরিভার ডট কমে চাইলে নিজের ডিজাইন বিক্রি করতে পারেন। এছাড়া বিড করে কাজ পাবার যোগ রয়েছে ফ্রিল্যান্সার আর গুরু ডট কমে।
গ্রাফিক ডিজাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কেমন আয়ের সম্ভাবনা রয়েছে?
অনলাইন মার্কেটপ্লেসে আপনি একটি লোগো ডিজাইন করলে ৫০ থেকে শুরু করে ২ হাজার ডলার পর্যন্ত আয় হতে পারে। তবে বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আয় আরো বেশি।
একটি ওয়েবসাইটটের প্রথম পেইজ ডিজাইন করার ক্ষেত্রে ৫০ ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন। পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইটের ডিজাইন করে পাওয়া যায় ২০০ ডলার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত।
ফ্রিল্যান্সার হিসাবে একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার মার্কেটপ্লেসগুলো থেকে আয় করতে পারেন এক থেকে দেড় টাকা।
গ্রাফিক ডিজাইনের জন্য কী কী টেকনিক্যাল স্কিল দরকার?
কাজের উপর টেকনিক্যাল জ্ঞানের ধরন নির্ভর করে। সাধারণত যেসব গ্রাফিকস সফটওয়্যারে দক্ষতা দরকার হয়ে, সেগুলোর মধ্যে রয়েছে –
• Adobe Photoshop
• Adobe Illustrator
• Adobe InDesign
• Adobe PageMaker
• GIMP
• Inkspace
• CorelDRAW
• QuarkXPress
কোথায় শিখবেন গ্রাফিক ডিজাইনের কাজ?
গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। তাই ঘরে বসেই এ কাজ শিখতে পারবেন। এছাড়া আছে লিন্ডা ডট কম বা টিউটস প্লাসের মতো কিছু সাইট।
ঢাকায় বিভিন্ন মেয়াদের কোর্স করার ব্যবস্থা আছে এ বিষয়ে। এছাড়া গ্রাফিক আর্টস ইন্সটিটিউট থেকে প্রিন্টিং টেকনোলজিতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়।