বাংলাদেশ প্রেস-কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নেই, আর্থিক নিরাপত্তাও নেই। সাংবাদিকদের পরিচয় সংকটও রয়েছে। সাংবাদিকদের মানোন্নয়ন এবং চাকরির নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রেস-কাউন্সিল যথাযথ ভূমিকা পালন করবে।’ ৩ মার্চ দুপুরে তিনি মানিকগঞ্জের সাকির্ট হাউজে সাংবাদিকদের প্রেস-কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রণীত আচরণবিধি সম্পর্কিত মতবিনিময়কালে এ কথা বলেন। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে মতবিনিয়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান, পুলিশ সুপার বিধান ত্রিপুরা প্রমুখ।