একজন ব্যক্তি পুরনো বাড়ি কেনার সময় চুলা থেকে শুরু করে প্রায় সব জিনিসই খুঁটিয়ে দেখেন। কিন্তু আগের মালিক বাড়ির কোথায় কোথায় ধূমপান করতেন, সেটাও নাকি জেনে নিতে হবে। এর কারণ হিসেবে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, পরোক্ষ (থার্ড-হ্যান্ড স্মোক) ধূমপানের উপাদান ওত পেতে থাকতে পারে বাড়ির দেয়ালে। আর সেই উপাদান থেকেও নতুন মালিকের মধ্যে ছড়াতে পারে ডায়াবেটিসের মতো নানা অসুখ-বিসুখ।
গবেষণাটি করেছেন ক্যালিফোর্নিয়ার একদল গবেষক। তাদের মতে, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিষাক্ততা বাড়ির দেয়াল কিংবা আসবাবে কয়েক দশক ধরে সক্রিয় থাকতে পারে। আর এ থেকে হতে পারে ডায়াবেটিস। এমনকি তা ফুসফুস ও লিভারকেও সংক্রমিত করতে পারে। হতে পারে ক্যান্সারও।
সরাসরি নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ না করায় বিজ্ঞানীরা এ ধরনের ধূমপানকে বলছেন ‘থার্ড হ্যান্ড স্মোক’। তারা বলছেন, পুরনো বাড়িতে এ ধরনের ধূমপানের শিকার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও বয়স্করা।