বিশেষ খবর



Upcoming Event

একই সাথে জন্ম নেয়া তিন শিশু স্বপ্ন, পদ্মা ও সেতুকে প্রধানমন্ত্রীর স্বর্ণের চেইন উপহার

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

বন্দরে একসঙ্গে তিন যমজ সন্তান স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্দরের নবীগঞ্জের এক নারী একসঙ্গে তিন যমজ সন্তান জন্ম দেয়ার পর তাদের নাম স্বপ্নের পদ্মা সেতুর নাম অনুসারে স্বপ্ন, পদ্মা ও সেতু নামে নাম রাখায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বন্দরের নবীগঞ্জে নবজাতকদের পিতা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। উপহারের মধ্যে রয়েছে এক ভরি করে তিনটি স্বর্ণের চেন, ফুল ও ফল। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত এ খোদা ও বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহাসহ কর্মকর্তরা। রাত সোয়া ৮টায় এ বিষয়টি নিশ্চিত করে ওই তিন যমজ শিশুর পিতা আশরাফুল ইসলাম অপু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, আল্লাহ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখেন। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি, দেশের সেবায় তিনি যেন আরও কাজ করতে পারেন। তাঁকে আরও সুযোগ দেয়া উচিত। যেভাবে তিনি পদ্মা সেতু করেছেন, ভবিষ্যতে যেন দেশের উন্নয়নের জন্য আরও বড় বড় কাজ করতে পারেন। সম্প্রতি নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জন্ম দেন অ্যানি বেগম। অপু ও অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’, আর দুই মেয়ের নাম রেখেছেন ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু জানান, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। এজন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নাম তিনটি পছন্দ হয়েছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img