অমরত্ব পেতে মানুষের আগ্রহ দীর্ঘদিনের। প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যায় যুগান্তকারী অনেক আবিষ্কার সম্ভব হলেও আয়ু বাড়িয়ে দিতে পারে এমন কিছু এখনও আবিষ্কার হয়নি। তবে অনেকদিন থেকেই এ নিয়ে চলছে গবেষণা। এবার সেই গবেষণায় সুফল মিলতে শুরু করেছে। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের গবেষকরা জানিয়েছেন, আয়ু বাড়ানোর একটি বিশেষ পদ্ধতি আবিষ্কারের দ্বারপ্রান্তে তারা। বিশেষ ধরনের একটি এনজাইম (জীবন্ত প্রাণীর দেহকোষে উৎপন্ন জৈব রাসায়নিক পদার্থ) নিয়ে তারা বর্তমানে গবেষণা করছেন। যার নাম ‘জিএসকে-৩’। লিথিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এই এনজাইমটি তারা বিভিন্ন পতঙ্গের শরীরে প্রয়োগ করে বেশ সাফল্য পেয়েছেন। এটি পতঙ্গের আয়ু স্বাভাবিকের চেয়ে ১৬ শতাংশ বাড়িয়ে দিয়েছে। রহস্যময় এই লিথিয়াম ক্লোরাইড সত্যিই মানুষের বুড়িয়ে যাওয়া খানিকটা হলেও আটকাতে পারে কিনা তা নিয়ে চলছে গবেষণা। এতে সফল হলে এই এনজাইম দিয়ে তৈরি হবে মানুষের আয়ুবর্ধক ওষুধ।