প্রায় সাড়ে চার বছর এলিট ফোর্স র্যাবের নেতৃত্ব দিয়ে আসা বেনজীর আহমেদকে পুলিশের মহা-পরিদর্শকের দায়িত্ব দিয়েছে সরকার।
সিআইডির বর্তমান প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে র্যাবের মহাপরিচালকের দায়িত্ব।
সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এই আদেশ জারি করে।
সেখানে বলা হয়, নতুন আইজিপি ও র্যাব মহাপরিচালকের দায়িত্বের মেয়াদ শুরু হয় ১৫ এপ্রিল থেকে।
র্যাবের শীর্ষ পদে বেনজীরের উত্তরসূরি অতিরিক্ত মহা-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর।
সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন।