বিশেষ খবর



Upcoming Event

ভেটেরিনারি ইউনিভার্সিটির উদ্যোগে পূর্ণাঙ্গ স্যাটেলাইট ক্লিনিক করা হবে

-উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি পূর্ণাঙ্গ ভেটেরিনারি স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে ক্লিনিকটি স্থাপন করা হবে।   
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে অনুষ্ঠিত পটিয়া দুস্থ সমবায় সমিতি ও পশ্চিম পটিয়া কর্ণফুলী ডেইরি এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ স্যাটেলাইট ক্লিনিক স্থাপনের কথা উল্লেখ করেন। উপাচার্য বলেন, কিøনিক স্থাপন বাবদে প্রাক্কলিত ব্যয়ের ৮০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়ন প্রকল্প হতে নির্বাহ করা হবে। এর ফলে দক্ষিণ চট্টগ্রামের খামারিরা ব্যাপকভাবে উপকৃত হবে।
উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ আরো বলেন, এখন থেকে কর্ণফুলীর থানা এলাকায় পূর্ণাঙ্গ স্যাটেলাইট ক্লিনিক চালু না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় একদিনের পরিবর্তে সপ্তাহে তিনদিন চিকিৎসা সেবা প্রদান করা হবে।  
উল্লেখ্য, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় কর্ণফুলীর থানার শিকলবাহা এলাকায় সীমিত আকারে একটি স্যাটেলাইট ক্লিনিক-এর কার্যক্রম চালু রয়েছে। সপ্তাহে একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইন্টার্ন শিক্ষার্থীরা সেখানে প্রাণি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বিনামূল্যে প্রদত্ত সেবায় খামারিরা উপকৃত হচ্ছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে পূর্ণাঙ্গ স্যাটেলাইট ক্লিনিক চালুর ঘোষণায় খামার মালিকরা অত্যন্ত আনন্দিত ও আশান্বিত হয়েছেন বলে সভায় উল্লেখ করা হয়। মতবিনিময় সভায় এসোসিয়েশনের উপস্থিত নেতৃবৃন্দ এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, প্রফেসর ড. এম এ মতিন প্রধান, প্রফেসর ড. মোঃ মাসুদুজ্জামান, মিল্ক ভিটার পরিচালক ও পশ্চিম পটিয়া কর্ণফুলী ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন হায়দার প্রমুখ।
উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বর্তমানে কর্ণফুলী থানায় স্থাপিত মিল্ক ভিটা’র কারখানা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সার্বিক সহযোগিতা প্রদানের ঘোষণা দেন। 


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img