বিশেষ খবর



Upcoming Event

কুয়েটে তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল  বিভাগের ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। তড়িৎকৌশল সমিতির আয়োজনে অনুষ্ঠানটি ১০মে  বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। তড়িৎকৌশল সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নুরুন্নবী মোল্লা এবং সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিক উদ্দীন ও তড়িৎকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া। অনুষ্ঠানে তড়িৎকৌশল বিভাগের শিক্ষকদের মধ্য থেকে বক্তৃতা করেন প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী গ্রাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img