এখন থেকে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) পিয়ারসন পরিচালিত লন্ডন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) ডিপ্লোমা করা যাবে। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এনইউবি ও পিয়ারসন আয়োজিত যৌথ অনুষ্ঠানে বাংলাদেশে এই ডিপ্লোমা কোর্সের যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। এর ফলে অ্যাকাউন্টিং, ইংলিশ ল্যাংগুয়েজ, মার্কেটিং অ্যান্ড কাস্টমার সার্ভিস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনসহ বেশ কিছু বিষয়ে এনইউবিতে এলসিসিআই ডিপ্লোমা করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
এনইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য ড. এ ডাব্লিউ এম আবদুল হক বলেন, ‘এলসিসিআই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করতে পারবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনইউবি’র সাবেক উপাচার্য ড. এম শামসুল হক, পিয়ারসনের এশিয়া অঞ্চলের পরিচালক সায়মন ইয়ং, সাইদুর রহমান, শাহীন রেজা, গুয়ান লি, জিল্লুর রহমান প্রমুখ।