বিশেষ খবর



Upcoming Event

গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশের অন্যতম প্রধান বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল।
রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগ, নিজ নিজ শিক্ষার্থীদের জন্য পৃথক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। এবারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে এগারোশ’রও বেশি শিক্ষার্থীকে বরণ করা হয়।  সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমদ শফি।
অনুষ্ঠানে বক্তারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনকে কাজে লাগিয়ে দেশের সু-নাগরিক হিসেবে তৈরি হবার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।   ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন এবং বিবিএ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ডক্টর তানবীর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের আচরণ বিধি ও নিয়ম কানুন সম্পর্কে ধারণা দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এয়ার কমডোর (অবঃ) ইশফাক এলাহী চৌধুরী। 


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img