রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি নিখিল কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে সচিব মোসাম্মৎ হামিদা বেগম স্বাক্ষরে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবনায় সম্মতি দিয়ে তা অনুমোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নিখিল কুমার রাঙামাটি জেলার বাসিন্দা হিসেবে সরকার মনোনীত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রথম চেয়ারম্যান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে কেবল আর্থ-সামাজিক উন্নয়ন নয়, এর পাশাপাশি পার্বত্য শান্তিচুক্তি মোতাবেক এ অঞ্চলের সব সম্প্রদায় ও জনগোষ্ঠীর উন্নয়নসহ পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই। তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা অনুসরণ করেই দায়িত্বশীল ভূমিকা পালনে সচেষ্ট থাকব।