বিশেষ খবর



Upcoming Event

ঢাবি এবং অক্সফাম-এর মধ্যে সমঝোতা স্মারক

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

দেশে কার্যকরভাবে দুর্যোগ ঝুঁকি প্রশমনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং অক্সফামের মধ্যে ১৩ মে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন এবং অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি. সোনেজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার  মোকাদ্দেম হোসেন, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, অক্সফামের ডিজি রিয়াজ আহমেদ ও  হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম ম্যানেজার মুর্শিদা আকতার উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় অন-লাইন কোর্স ও কারিকুলাম প্রণয়ন এবং ই-প্ল্যাটফর্ম ও পোর্টাল এ্যাডমিনিস্ট্রেশন উন্নয়নের লক্ষ্যে অক্সফাম কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য অক্সফাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img