ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব কেলানিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান এবং ইউনিভার্সিটি অব কেলানিয়ার উপাচার্য প্রফেসর সুনন্দা মধ্যুমা বান্দারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-শিক্ষক বিনিময়, কর্মকর্তা, যৌথ গবেষণা এবং উন্নয়ন প্রকল্পে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব কেলানিয়ার পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) সুগীত পাতাবেন্ডিজ উপস্থিত ছিলেন।