বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তথ্য-প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস গঠনকে সামনে রেখে পালিত হলো রবি-ডিইউআইটিএস ক্যাম্পাস ৩.৫জি ডে। মোবাইলফোন অপারেটর রবি’র পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এর আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দিনব্যাপী থ্রিজি টেকনোলজি নিয়ে সেমিনার, কর্মশালা, কুইজ প্রতিযোগিতা এবং কনসার্ট ফর আইসিটি’র আয়োজন করা হয়।
সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আ আ মস আরেফিন সিদ্দিক। বক্তব্য রাখেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও ডিইউআইটিএসের মডারেটর শফিউল আলম ভূঁইয়া, এরিকসন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (কী অ্যাকাউন্টস) রাশেদ হক প্রমুখ।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘তথ্য প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। তবে এর ব্যবহারে অনেক ইতিবাচক সুফল পাওয়া যাচ্ছে। এর নেতিবাচক দিকও রয়েছে। আমাদের সব সময় ইতিবাচক চর্চার দিকে মনোযোগ দিতে হবে।’