স্নাতক সম্মানে কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
জীব বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের মোট ৫৪ শিক্ষার্থীকে ‘ডিনস্
এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী
চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ
আ ম স আরেফিন সিদ্দিক কৃতী শিক্ষার্থীদের হাতে এই এ্যাওয়ার্ড তুলে দেন।
জীব
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ
অধ্যাপক মোঃ কামাল উদ্দীন, ঢাবি শিক্ষক অধ্যাপক মনিরুজ্জামান খন্দকার,
সংগীতা আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, দেশে
বিশ্বমানের স্নাতক তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলস
প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজ সন্তানদের দেশপ্রেমিক, সৎ ও সুনাগরিক হিসেবে
গড়ে তুলতে অভিভাবকদেরও পরিবারে উপযুক্ত শিক্ষা প্রদান করতে হবে।
তিনি মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন ভাল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।