বিশিষ্ট শিক্ষাবিদ, তথ্যপ্রযুক্তি গবেষক ও আন্তর্জাতিক প্রশিক্ষক প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসাবে যোগদান করেছেন।
সদ্যবিদায়ী উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান সফলতার সাথে দায়িত্বপালনের পর তার মেয়াদ শেষে তিনি এ পদে যোগদান করেন।
উপাচার্যের এ দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমান, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. মাহাবুব-উল-হক মজুমদার, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর রফিকুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এম সামছুল আলম, এলাইড হেলথ সায়েন্সস অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ ইসমাইল মোস্তাফা উপস্থিত ছিলেন।