চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ঢাবি কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করে যে সিদ্ধান্ত নিয়েছিলো হাইকোর্ট তা সঠিক বলে রায় দিয়েছে। এ সংক্রান্ত রিট আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ সম্প্রতি এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের এই রায়ের ফলে দ্বিতীয়বার ঢাবিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার আর কোনো সুযোগ শিক্ষার্থীদের সামনে থাকছে না। রায় ঘোষণার পর আদালতে জড়ো হওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। কেউ কেউ একে অপরকে এ সময় সান্ত¡না দিচ্ছিলেন।
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতদিন দু’বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেত। প্রথমবার পরীক্ষা দিয়ে চান্স না পেলে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে অনেক শিক্ষার্থী ঢাবিতে ভর্তির সুযোগ পেত।
কিন্তু ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সে সময় টানা কয়েকদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, সমাবেশ ও অনশনের মতো কর্মসূচি পালন করেন। পরে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন ভর্তিচ্ছু ২৬ শিক্ষার্থীর অভিভাবক। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৬ মার্চ হাইকোর্ট রুল জারি করে। রুলে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বাতিল কেন বেআইনি ঘোষণা এবং আগের মত ভর্তির সুযোগ রেখে নতুন করে সিদ্ধান্ত কেন দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয়।
রায়ের পর মেসবাহ উদ্দিন বলেন, ২০০৯ সাল থেকে দেখে আসছি, দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেয়ার কারণে অনেক আসন শূন্য থাকে। এটি জাতীয় ক্ষতি। রুল খারিজের ফলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। সুব্রত চৌধুরী বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা রিট আবেদনকারীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।