ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৫-১৬ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফুর রহমান সভাপতি ও ডেইলি সান্ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লালন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান এই ফল ঘোষণা করেন। এই সময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক সম্্রাট, প্রথম আলোর রিপোর্টার ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম।
সমিতির বিদায়ী সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক সানাউল হক সানী উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য পদের নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি দৈনিক সমকালের রেজাউদ্দৌলাহ প্রধান আকাশ, যুগ্ম সম্পাদক দৈনিক নয়া দিগন্তের তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক ইনকিলাবের ইখতিয়ার উদ্দিন সাগর, অর্থ সম্পাদক ফরহাদ উদ্দীন, কার্যনির্বাহী সদস্য দৈনিক বর্ণিক বার্তার সাইফ সুজন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তপন কান্তি রায় ও এবিএইচ সৈকত । এর আগে সমিতির সাধারণ সভায় নির্বাচন কমিশনের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ে কমর্রত ৩৬ জনকে সদস্য পদ দেয়া হয়। তাদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটির সদস্যরা নির্বাচিত হন।