বিশেষ খবর



Upcoming Event

শপথ নিলেন নয়া পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

কলেবর বাড়ল শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারের নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় যোগ দিয়েছেন একজন মন্ত্রী দুজন প্রতিমন্ত্রী পাশাপাশি দুজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৪ জুলাই বঙ্গভবনের দরবার হলে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান নতুন মন্ত্রী হিসেবে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পেলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি তার সঙ্গে দুই প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইয়াফেস ওসমান পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হয়েছেন আর নবাগত দুই প্রতিমন্ত্রীর একজন সাবেক জনপ্রিয় অভিনেত্রী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভানেত্রী জাতীয় সংসদে পরপর দুবারের সংরক্ষিত আসনের সদস্য অ্যাডভোকেট তারানা হালিম এবং লালমনিরহাট থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ শপথ শেষে তারা সংরক্ষিত বইয়ে স্বাক্ষর করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন

নবনিযুক্ত মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে দেয়া হয়েছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসাদুজ্জামান খান কামাল তথ্য প্রযুক্তি মন্ত্রী হলেন ইয়াফেস ওসমান প্রতিমন্ত্রী হিসেবে তারানা হালিম পেলেন ডাক টেলিযোগাযোগ এবং নুরুজ্জামান পেয়েছেন খাদ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয় সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাড়াও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন

নিয়ম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন নতুন তিন মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রীর এই অন্তর্ভুক্তির মাধ্যমে দ্বিতীয় দফায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভার কলেবর বাড়ল

শপথের দিন বঙ্গভবনে দরবার হলে প্রথমেই প্রবেশ করেন চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বিএসসি এর এক ঘণ্টা পর একে একে উপস্থিত হন নুরুজ্জামান আহমেদ, অ্যাডভোকেট তারানা হালিম এবং বিজ্ঞান প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান সাড়ে ৫টার দিকে আসেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫টা ৫০ মিনিটে দরবার হলে প্রবেশ করেন শপথ অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে

নতুন শপথ নেয়া মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে পদোন্নতি পাওয়া দুই মন্ত্রী তাদের আগের মন্ত্রণালয়েই থাকছেন অর্থাৎ আসাদুজ্জামান খান কামাল পূর্ণ মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ইয়াফেস ওসমান বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়েই থাকছেন অ্যাডভোকেট তারানা হালিম পেয়েছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অপসারণ করা হয় ইসলামবিরোধী আপত্তিকর বক্তব্যের জন্য এতদিন মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই ছিল নতুন প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ আলোচিত খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত হয়েছেন সেখানে মন্ত্রী রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম

শপথ নেয়ার পর প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেন, অর্পিত দায়িত্বকে তিনি চ্যালেঞ্জ মনে করছেন না জঙ্গিবাদমুক্ত দেশ গড়াটাই চ্যালেঞ্জ লক্ষ্যে তিনি নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করব

পদোন্নতি পাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি আগে যা করতাম এখনও তাই করব, তবে মাথার ওপর বটবৃক্ষ (প্রধানমন্ত্রী) ছিলেন যার পরামর্শ-সহযোগিতা পেতাম, এখন সেটা থেকে বঞ্চিত হলাম

বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, তিনি আগে থেকেইসিরিয়াসলিকাজ করছেন, এখনও তাই করবেন প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন বলে তিনি জানান

ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা বিশ্বাস স্থাপন করেছেন, নিজের সব শক্তি, শ্রম, মেধা, মূল্যবোধ সততা দিয়ে কাজ করে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করব এজন্য সবার সহযোগিতা চান তিনি তারানা হালিম বলেন, আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে প্রথমেই সে মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করব

খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আমরাও তার নেতৃত্বে মানুষের জন্য কাজ করে যেতে চাই

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে খন্দকার মোশাররফ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে নতুন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করাই হবে প্রধান কাজ যোগদানের আগে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামেরঅনুমতিনিতে তার বাসায় গিয়েছিলেন তিনি

সাক্ষাৎ শেষ করেই সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দফতরে যান খন্দকার মোশাররফ বেলা সাড়ে ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে নতুন মন্ত্রীকে বরণ করে নেন নিজের দফতরের দায়িত্ব বুঝে নিয়ে সেখানে কয়েক মিনিট কাটিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন মোশাররফ পরে তিনি সাংবাদিকেদের বলেন, প্রধানমন্ত্রী আমার মতো লোককে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, এতে নিজেকে ভাগ্যবান মনে করি সহযোগিতা চাই, যেন গুরুদায়িত্ব পালন করতে পারি

মোশাররফ বলেন, বাংলাদেশের ৮০ থেকে ৮৫ শতাংশ লোক পল্লীতে বাস করে কাজেই পল্লীর উন্নয়ন ছাড়া রূপকল্প অর্জন করা যাবে না ২০২১ সালের মধ্যে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব পল্লীর উন্নয়ন ছাড়া সম্ভব নয় আর পল্লীর উন্নয়ন করতে সমবায় ছাড়া সম্ভব নয় জাতীয় উন্নয়নে মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম 


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img