শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সিমেস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৩৭তম একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. আখতারুল ইসলাম এ তথ্য জানান।
সভায় ফরেষ্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. নারায়ণ সাহাকে সভাপতি এবং সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মুশতাক আহমদকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট ভর্তি কমিটি গঠন করা হয়েছে।