বিশেষ খবর



Upcoming Event

সেরা শিক্ষক ‘ভুল’

ক্যাম্পাস ডেস্ক সংবাদ

ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে হয়। উপদেশবাণীটা পুরনো হলেও সেটাই আবার প্রদীপের আলোয় এনেছেন একদল গবেষক। আর এবার কোনো উপদেশ নয়, গবেষকরা সরাসরি বলছেন, ভুলই সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা জানান, মানুষ দুটি প্রক্রিয়ায় শেখে। এক. শাস্তির ভয়ে ভুল থেকে দূরে সরে থাকা এবং দুই. পুরস্কারের আশায় সঠিক জিনিসটি দ্রুত আয়ত্ত করে নেয়া। প্রথমটি ব্যক্তির মধ্যে নেতিবাচক অনুভূতি তৈরির মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়ার কাজ করে। আর দ্বিতীয়টি ব্যক্তির মধ্যে ইতিবাচক অনুভূতির জন্ম দেয়। গবেষকরা দ্বিতীয় প্রক্রিয়াটি নিয়েই কাজ করেছেন। তাঁরা বলছেন, মানুষ কিছু শিখতে গিয়ে ভুল করলে যদি তার শাস্তির ভয় না থাকে, বরং সঠিক জিনিসটি শেখার কারণে তার পুরস্কারপ্রাপ্তির সম্ভাবনা থাকে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img