ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগে ‘ফয়জুন্নেসা-কবিরুদ্দিন রহমানী মেমোরিয়াল ফাউন্ডেশন স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে এই স্বর্ণপদক প্রবর্তনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাফিজা খাতুন ৫ লাখ টাকার একটি চেক ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবদুর রব, অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবসহ বিভাগীয় শিক্ষক এবং দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের বিএস (সম্মান) ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে ‘ফয়জুন্নেসা-কবিরুদ্দিন রহমানী মেমোরিয়াল ফাউন্ডেশন স্বর্ণপদক’ প্রদান করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্বর্ণপদক প্রবর্তনে আর্থিক অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই অনুদানের ফলে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় আরও উৎসাহিত ও মনোযোগী হবে। তিনি দেশের শিক্ষা ও গবেষণা উন্নয়নে এগিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তথা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।